মুজিবনগর সীমান্তে বাংলাদেশি এক জেলেকে পেটালো বিএসএফ

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তে এক বাংলাদেশি জেলেকে পিটিয়েছে বিএসএফ সদস্যরা। গতকাল সোমবার সকালে সীমান্তের নাগার খালে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। আহত জেলে জিন্নাত মল্লিককে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি নাজিরাকোনা গ্রামের মৃত ওয়াজ মল্লিকের ছেলে।

জিন্নাত জানান, তিনি প্রতিদিনের ন্যায় গ্রামের সীমান্তবর্তী নাগার খালে মাছ ধরতে যান। এ সময় ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাকে ধরে নিয়ে যায়। কাঁটাতারের পাশে তাকে বেধড়ক মারপিট করে আহত করে। পরে তাকে খালের পাড়ে বাংলাদেশ ভূখণ্ডে ফেলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি বুড়িপোতা কোম্পানি কমান্ডার দ্বীন ইসলাম জানান, বিষয়টি জানতে চেয়ে বিএসএফ পাথরঘাটা ক্যাম্পে পত্র দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে।