জীবননগর হাসপাতালের বন্ধ ওটি ৬ বছর পর চালু

 

জীবননগর ব্যুরো: অবশেষে দীর্ঘ ৬ বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। সর্বশেষ ২০০৮ সালে এখানে অপারেশন করা হয়। এরপর অ্যানেসথেসিয়া চিকিৎসকের অভাবে অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। উপজেলার মিনাজপুর গ্রামের ফয়জুল্লার মেয়ে রুপা খাতুনের (১৮) অ্যাপেন্ডিসাইট অপারেশনের মাধ্যমে অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবু হাসানুজ্জামান নূপুর, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন জোয়ার্দ্দার, ডা. আব্দুল্লাহ ইউছুফ জামিল ও ডা. মাহমুদা খাতুন অপারেশনে অংশগ্রহণ করেন। উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির ও দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক মুন্সি মাহবুবুর রহমান বাবু এ সময় উপস্থিত ছিলেন। ইউএনও নুরুল হাফিজ জানান, অপারেশনকৃত তরুণী রুপার পিতা ফয়জুল্লাহ একজন মাদকব্যবসায়ী। তাকে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়। রুপা অসুস্থ হয়ে পড়লে তার অভাবী মা মেয়ের চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের নিকট আবেদন করেন। এ অবস্থায় ইউএনও’র অনুরোধে হাসপাতাল কর্তৃপক্ষ বন্ধ ওটি চালু করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবু হাসানুজ্জামান নূপুর জানান, এখন থেকে ওটি চালু থাকবে। সিজারিয়ান ও ছোট অপারেশন করা হবে।