মাথাভাঙ্গা ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে গতকাল সোমবার পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। প্রতিবারের মতো এবারের বিশ্ব এইডস দিবসের এ বছরের প্রতিপাদ্য ছিলো ‘এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু নয় একটিও আর/বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই এই আমাদের অঙ্গীকার’ বিশ্ব এইডস দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রসূতি ও ধাত্রীবিদ্যা বিভাগ এক বর্ণাঢ্য ৱ্যালির আয়োজন করে। এইডস সম্পর্কিত সচেতনতামূলক টি- শার্ট, লিফলেট ও পোস্টার, বিতরণ এর মধ্যে দিয়ে ৱ্যালিটি সকাল সাড়ে ৮টায় বিএসএমএমইউ’র বটমূল থেকে শুরু হয়ে বিভিন্ন হাসপাতালের বিভিন্ন ব্লক ঘুরে নবনির্মিত বর্হিবিভাগে এসে শেষ হয়। ৱ্যালিটির উদ্বোধন করেন বিএসএমএমইউ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু : নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এ আমাদের অঙ্গীকার, শূন্য লক্ষ্যমাত্রা অর্জন এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় গতকাল সোমবার বিশ্ব এইডস দিবস-২০১৪ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংগঠনসমূহ যৌথভাবে শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করে। সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ও সদস্য সচিব ডা. মেজবাউল হক। সভায় অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব ও বিএমএ’র সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী। বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রেজাউল করীম, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক মো. আলাউদ্দিন ও সেভ দ্যা চিলড্রেনের মনিটরিং অ্যান্ড ইভ্যুলেশন অফিসার শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা রবজেল হোসেন।
সভায় জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন বলেন, ২০১৫ সালের মধ্যে এইডসে মৃত্যুর হার কমিয়ে আনতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এইডস থেকে রক্ষা পেতে সকলকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। জরুরি অবস্থায় রক্তের প্রয়োজন হলে তা পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে। তাহলেই এইডস থেকে দূরে থাকা যাবে।
জীবননগর ব্যুরো জানিয়েছে, এ উপলক্ষে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শহরে ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা এইডস কমিটির সভাপতি ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মুন্সি মাহবুবুর রহমান বাবু, ও এমওএমসিএইচ ডা. মাহমুদা খাতুন। উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আবু আনসারীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবু হাসানুজ্জামান নূপুর। প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার গোলাম রসুল, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন জোয়ার্দ্দার, ডা. আব্দুল্লাহ ইঊছুফ জামিল, ডা. মাহমুদ বিন হেদায়েত ও ডা. আফিন্দা রাজ্জাক প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, সারাদেশের মতো গতকাল আলমডাঙ্গায়ও বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্যকমপ্লেক্সের পক্ষ থেকে বেলা ১১টায় বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। শেষে হাসপাতালের অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মোহাম্মদ জহুরুল ইসলাম। বক্তব্য রাখেন ডা. রওশন আরা, ডা. খালিদ মাহমুদ, নিজাম উদ্দীন, আনিচুর রহমান, ইউসুফ আলী, আজিজুর রহমান চৌধুরী, মজনুর রহমান, মুফতিনুর রহমান, শামসুজ্জামান, মহাবুল ইসলাম, আব্দুস সামাদ প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৯টার দিকে শামসুজ্জোহা পার্ক থেকে একটি ৱ্যালি বের হয়। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সিভিল সার্জন কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম, ডা. রমেশ চন্দ্র নাথ, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ৱ্যালি ও আলোচনাসভায় অংশগ্রহণ করেন।
অপরদিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিস চত্বরে এসে শেষ হয়। ৱ্যালি শেষে সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর আড়াইশ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএম’র সভাপতি ডা. রমেশচন্দ্র নাথ। বক্তব্য রাখেন- সেভ দ্যা চিল্ড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, ডা. সামসুল আলম ও স্বাস্থ্য শিক্ষা অফিসার কাজী রওশন নাহার।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছে, মুজিবনগর স্বাস্থ্য বিভাগের আয়াজনে ও মুজিবনগর ব্র্যাকের সহযোগিতায় বিশ্ব এইড্স দিবস উপলক্ষে ৱ্যালি শেষে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. হাসান আলীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন ডা. সাদিয়া সুলতানা সুমি, জেলা ব্র্যাক কর্মকর্তা দুলাল কুমার ও আশুতোষ বালা প্রমুখ।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা পরিষদের হলরুমে সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাও. আ. হাই। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদ, ডা. তন্দ্রাস মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি মানবাধিকার সংগঠনের নির্বাহী প্রধান আব্দুর রহমান। বক্তব্য রাখেন ডা. আব্দুল খালেক, মকলেছুর রহমান, এনজিও প্রতিনিধি জয়নাল আবেদীন প্রমুখ।