চুয়াডাঙ্গায় প্রধান সড়কে সার্কাসের হাতি নিয়ে চাঁদাবাজি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সার্কাসের একটি হাতি দিয়ে বেপরোয়াভাবে চাঁদাবাজি করা হচ্ছে। প্রধান সড়কে হাতি ব্যবহার করে যানবাহন থামিয়ে গতকাল সোমবার দিনভর চাঁদাবাজি চলে। এতে আতঙ্কিত হয়ে পড়ে রাস্তায় চলাচলকারী সাধারণ যাত্রী ও পথচারীরা। বিশেষ করে শিশু-কিশোরেরা ভয় পেয়ে চেঁচামেচি করতে থাকে। যতোক্ষণ টাকা না দেয়া হচ্ছে ততোক্ষণ রাস্তা আটক করে রাখছে শিকারী ওই হাতিটি। বেলা সাড়ে ১১টার দিকে চাঁদাবাজি করতে দেখা যায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা প্রধান সড়কের কয়েকটি স্থানে। হাতির পিঠে চড়ে থাকা মাহুতের ইশারায় রাস্তায় চলাচলকারী বাস, ট্রাক, মোটরসাইকেল, বাইসাইকেল, নসিমন, করিমনসহ সকল প্রকার যানবাহন থামিয়ে চাঁদাবাজি করতে দেখা যায় হাতিকে। টাকা পেলেই কেবল ছেড়ে দেয়া হয়। অন্যথায় থামিয়ে রাখা হয় তাকে। এ অবস্থায় সড়কে যানজটেরও সৃষ্টি হয়।