স্টাফ রিপোর্টার: তীব্র শীতের হাত থেকে রক্ষা পেতে চুয়াডাঙ্গার দরিদ্র মানুষের জন্য এক হাজার ২৫৬টি কম্বল বণ্টন করা হয়েছে। গতকাল সোমবার জেলা ত্রাণ ও দুর্যোগ কার্যালয় থেকে এসব বিতরণ শুরু হয়েছে। ঢাকা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এ কম্বল বরাদ্দ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় বরাদ্দকৃত এ কম্বল চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন চার উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নামে বরাদ্দ দিয়েছেন। বরাদ্দকৃত কম্বলগুলো সদর উপজেলায় ৩৭৯টি, আলমডাঙ্গায় ৩৫২টি, দামুড়হুদায় ৩১৩টি ও জীবননগর উপজেলায় ২১২টি কম্বল বরাদ্দ দেয়া হয়েছে। এসব কম্বলগুলো জেলার ৩৫টি ইউনিয়ন পরিষদ ও ৪টি পৌরসভার মধ্যে বণ্টন করা হবে।
তীব্র শীতে চুয়াডাঙ্গা প্রতিবছরই সর্বনিম্ন তাপমাত্রায় অবস্থান করায় সরকারি একম্বল একেবারেই কম। সে কারণে বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এগিয়ে শীতার্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসা দরকার বলে মনে করছেন সচেতন মহল।