দামুড়হুদা দুলালনগরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভায় ওসি কামরুজ্জামান

 

এলাকার সন্ত্রাসীদের শিকড় উপড়ে ফেলা হবে

দামুড়হুদা/নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার দুলালনগরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে নতিপোতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াছেল আলম, ক্যাম্প ইনচার্জ এসআই অরবিন্দু পোদ্দার, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আ.লীগ নেতা ইয়াছ নবী, কালিয়াবকরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, ৩ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জুলফিকার আলী ভুট্টো, ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আনোয়ার হোসেন, ইউপি সদস্য শওকত আলী, মনোয়ারা খাতুন, মখলেছুর রহমান, উপজেলা যুবদল নেতা আমিরুল ইসলাম রশিদ, ছাত্রনেতা মাহমুদুল হাসান রানাসহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি কামরুজ্জামান বলেন, এলাকায় চাঁদ চাওয়ার ঘটনা প্রায় বন্ধের পথে। সন্ত্রাসীরা আর চাদা চাইতে সাহস পাচ্ছে না। আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। বাকি কাজ আমার। আমি এলাকায় কোনো সন্ত্রাসী রাখবো না। সে যতো বড় সন্ত্রাসীই হোক না কেন তার শিকড় উপড়ে ফেলা হবে। তিনি আরও বলেন, আপনাদের ক্যাম্পের কাজ আংশিক শেষ হয়েছে। ক্যাম্পের কাজ সম্পূর্ণ করতে দলমত নির্বিশেষে সকলকেই এগিয়ে আসতে হবে।