চুয়াডাঙ্গা বেগমপুরের পানিপথে মালয়েশিয়ায় পৌঁছানোর আগেই দুজনের মৃত্যু

৪ জনের থাইল্যান্ডের জঙ্গলে দিন কাটছে খেয়ে না খেয়ে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর হাটপাড়ার ৬ জন পানিপথে মালয়েশিয়ায় যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়েছে। বাকি ৪ জন খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে থাইল্যান্ডের গহিন জঙ্গলে। কথিত আদমব্যাপারী মালয়েশিয়া প্রবাসী সিমাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে এলাকাবাসী।

জানা গেছে, ৮ অক্টোবর চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর হাটপাড়ার আজিম উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম, মকবুরের ছেলে ছবদুল, শুকুর আলীর ছেলে কালু, ইসমাইলের ছেলে শহিদুল ইসলাম, রহিম বক্সের ছেলে ইকরামুল ও জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ছাদ্দাম হোসেনকে পানিপথে মালয়েশিয়ায় নিয়ে যায় একই গ্রামের নজিরের ছেলে মালয়েশিয়া প্রবাসী সিমাজ উদ্দিন। ২২ নভেম্বর বাড়িতে খবর আসে জহিরুল ও ছবদুলকে দালালরা হত্যা করে লাশ পানিতে ফেলে দিয়েছে। আর বাকি ৪ জন অনিশ্চয়তার মধ্যে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে থাইল্যান্ডের গহিন জঙ্গলে। সম্প্রতি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ও তিতুদহ ইউনিয়নের কথিত কয়েকজন আদমব্যাপারীর খপ্পরে পড়ে অবৈধভাবে পানিপথে মালয়েশিয়ায় পাড়ি দিতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যাচ্ছে অনেকে। তারপরও থেমে নেই দালালদের দৌরাত্ম্য। এদিকে জহিরুল ও ছবদুলের মৃত্যুতে পরিবার জুড়ে বইছে শোকের মাতম। সন্তানের লাশটি ফেরত পেতে অপেক্ষার প্রহর গুনছে নিহতের পরিবার।

Leave a comment