চুয়াডাঙ্গা গবরগাড়ার কথিত আদমব্যাপারী বাচ্চু মিয়া গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা তিতুদহের ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে মানবচার মামলার আসামি কথিত আদমব্যাপারী গবরগাড়া গ্রামের বাচ্চু মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। এদিকে বাচ্চু মিয়া গ্রেফতার হওয়ায় তার প্রতারণার শিকার আরও অনেকেই মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গোবরগাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে বাচ্চু মিয়া ও তার ছেলে সেকেন্দার বেশ কিছু দিন থেকে অবৈধভাবে পানিপথে মালয়েশিয়ায় মানবপাচার করে আসছিলো। গত ৫ সেপ্টেম্বর ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের কদম আলীর ছেলে হারুন মারা যায়। বিষয়টি টাকা-পয়সা দিয়ে মীমাংসা করে নেয়। একই গ্রামের আবদার আলীকে পানিপথে মালয়েশিয়ায় নিয়ে যায় বাচ্চু মিয়া। আলীর কোনো সন্ধান না পেয়ে তার স্ত্রী রুপালী বেগম ২৬ নভেম্বর মামলা করেন বাচ্চু ও তার ছেলে সেকেন্দারের নামে। তারই সূত্র ধরে গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই ওয়ারিয়ার রহমান অভিযান চালিয়ে কথিত আদমব্যাপারী বাচ্চুকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর বাচ্চুকে ছাড়াতে মরিয়া হয়ে ওঠে তার সহযোগীরা। পুলিশ জানায়, তদবির এড়াতে গ্রেফতারের পরপরই বাচ্চুকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে এলাকাবাসী এ সমস্ত কথিত আদমব্যাপারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি তুলেছে ভুক্তভোগী মহল।