১৫ মিনিটে ইবোলা টেস্ট

 

মাথাভাঙ্গা মনিটর: রক্ত ও লালা পরীক্ষার মাধ্যমে মাত্র ১৫ মিনিটেই ইবোলা ভাইরাস শনাক্ত করা সম্ভব হবে এখন থেকে। পশ্চিম আফ্রিকার দেশ গায়ানায় পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু করা হবে। সেনেগালের রাজধানী ডাকারের পাস্তুর ইন্সটিটিউট আবিষ্কৃত এ পরীক্ষায় ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ব্যাবহার করা হবে। আফ্রিকার দেশগুলোতে এখন যে প্রক্রিয়ায় ইবোলা ভাইরাস শনাক্ত করা হয় তার তুলনায় নতুন প্রক্রিয়ায় ছয় ভাগের একভাগ সময়েই ইবোলা শনাক্ত করা যাবে। ইবোলা শনাক্তকরণ এ প্রক্রিয়ার সাথে যুক্ত গবেষকরা জানিয়েছেন, এর মাধ্যমে রোগীর বাঁচার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। এছাড়াও আক্রান্ত ব্যক্তি থেকে নতুন কোনো মানুষে সংক্রমণের সম্ভাবনাও কমিয়ে আনা যাবে।