গাজায় ভারি বর্ষণ বন্যা : জরুরি অবস্থা জারি

 

মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনের গাজায় ভারি বর্ষণের ফলে ব্যাপক বন্যা হয়েছে। এ রকম পরিস্থিতিতে স্থানীয় সময় গত বৃহস্পতিবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে জাতিসংঘ। টানা দু দিনের বর্ষণে গাজার অনেক এলাকা পানিতে ভেসে গেছে। ফিলিস্তিনে কর্মরত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শেখ রাদওয়ান এলাকা থেকে শ শ লোক তাদের ঘর-বাড়ি ছেড়ে চলে গেছে। এ অবস্থায় জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) জরুরি অবস্থার ঘোষণা দেয়। ইউএনআরডব্লিউএ ইতোমধ্যে তাদের পরিচালিত ৬৩টি স্কুল বন্ধ করে দিয়েছে। তারা জরুরি ভিত্তিতে শহরটির জন্য জ্বালানি, পানি, পয়োনিষ্কাশন ও চিকিত্সা সহায়তা দেয়া শুরু করেছে। সংস্থাটির গাজা অঞ্চলের প্রধান রবার্ট টার্নার বলেন, হঠাৎ করে আঘাত হানা বেশ কয়েকটি ঝড়ের ফলে অপ্রত্যাশিত ক্ষতি সাধিত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের জন্য এ পরিস্থিতি মোকাবেলা করা বেশ কঠিন বলে মন্তব্য করেন তিনি। সম্প্র্রতি গাজায় চালানো ইসরাইলি হামলার শিকার ফিলিস্তিনিদের মধ্যে এক লাখ লোক এখনো গৃহহীন অবস্থায় রয়েছে। এ অবস্থায় আকস্মিক বন্যা তাদের জীবনযাপনকে আরও সঙ্কটময় করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।