হঠাৎ খেলার মাঠে

স্টাফ রিপোর্টার: হঠাৎ খেলার মাঠে উপস্থিত হলেন চিত্রনায়ক ফেরদৌস। তবে খেলোয়াড় বা দর্শক হিসেবে নয়, ধারাভাষ্যকার হিসেবে। এবারই প্রথম বাংলাদেশি চলচ্চিত্রের এ নায়ককে ধারাভাষ্যকার হিসেবে দেখা গেল। গতকাল শুক্রবার ঢাকার মিরপুর শেরেবাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচে হঠাৎ করেই দর্শকেরা ফেরদৌসকে ধারাভাষ্যকার হিসেবে দেখতে পান। কারণ জানতে চাইলে ফেরদৌস বলেন, আজ ঢাকাসহ সারাদেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমার প্রযোজিত প্রথম ছবি এক কাপ চা। ছবিটির প্রচারণার অংশ হিসেবে ধারাভাষ্যকার হিসেবে মাঠে আমার হঠাৎ উপস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অল্প কিছু সময়ের জন্য ধারাভাষ্য দিতে পেরে ফেরদৌস নিজেও খুব উচ্ছ্বসিত। বললেন, আমান আশরাফ আমার ছোটবেলার বন্ধু। এখন সে গাজী টিভিতে কাজ করছে। সেই আমাকে ছবির প্রচারণার অংশ হিসেবে মাঠে হাজির হয়ে ধারাভাষ্য দেয়ার প্রস্তাব করে। আমারও তার প্রস্তাবটি দারুণ পছন্দ হয়। মৌসুমীর সাথে যাওয়ার কথা ছিলো। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় শেষ পর্যন্ত যেতে পারেনি।