মেহেরপুর অফিস: মেহেরপুরে ৩ গাঁজা ব্যবসয়ীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলো- মেহেরপুর শহরের বেড়পাড়ার মৃত আলাউদ্দীনের ছেলে আব্দুল কুদ্দুছ (৪৩), স্টেডিয়ামপাড়ার ব্লাড (৪২) ও সদর উপজেলার গোভীপুর গ্রামের স্কুলপাড়ার মৃত আলী শেখের ছেলে পচা শেখ (৬০)। গতকাল শুক্রবার সন্ধ্যার সময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ সদর থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক আইনে তাদের এ দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ জানান, দণ্ডিতদের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৭(ক) ধারায় তাদের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মেহেরপুর সদর থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দণ্ডিতদের আটক করে। এসআই সাহাবুল ইসলাম জানান, দণ্ডিতদের কাছ থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রিসহ সেবনের অভিযোগ রয়েছে। এছাড়া গোভীপুর মণ্ডলপাড়া এলাকার জাফর শেখের ছেলে আব্দুল হামিদ শেখকে (৫৫) আটক করে মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে গতকাল শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।