মাথাভাঙ্গা মনিটর: ফিলিপ হিউজেসের পরিবার চাচ্ছে যথাসময়েই অর্থাৎ আগামী ৪ ডিসেম্বর ব্রিজবেনে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হোক। সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসএসিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা কেইথ ব্র্যাডশ একটি বিবৃতি পড়ে শোনান। এতে বলা হয় সূচি অনুযায়ী প্রথম টেস্ট দেখতে চায় হিউজের পরিবার।
অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ড টুর্নামেন্টে পেসার সিন অ্যাবটের বলে মাথার পেছনে আঘাত পেয়ে দু দিন পর বৃহস্পতিবার সিডনির সেন্ট ভিন্সেন্ট হাসপাতালে মারা যান হিউজেস। এডিলেড ওভালে গণমাধ্যমের সাথে আলাপকালে ব্র্যাডশ বলেন, এসএসিএ তার (হিউজের) পরিবারকে সমর্থন যুগিয়ে আসছে এবং তারা সাউথ অস্ট্রেলিয়া দলের খেলোয়াড় এবং স্টাফদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ব্র্যাডশ বলেন, এ টেস্ট ম্যাচ সম্পর্কে আমি যা শুনেছি আমি কেবল সে বিষয়ে বলতে পারি- তাহলো হিউজেসের পরিবার চাচ্ছে এ ম্যাচ যথা সময়ে অনুষ্ঠিত হোক।
এদিকে এ সপ্তার শেষ দিন পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অনুষ্ঠিত হবেনা বলে ঘোষণা দেন ব্র্যাডশ। তিনি বলেন, আমাদের ক্রিকেটের সাথে জড়িত খেলোয়াড়, তাদের পরিবার ও সকলের জন্য এই মুহূর্তে ক্রিকেট এবং সব কিছুই দ্বিতীয় বিষয়।