এ জনপদে আমি কোনো সন্ত্রাসী-চাঁদবাজ রাখবো না

দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পুলিশ সুপার রশীদুল হাসান

 

বখতিয়ার হোসেন বকুল/জহির রায়হান: দামুড়হুদার দলিয়ারপুরে পুলিশ ক্যাম্প নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে ওই পুলিশ ক্যাম্প নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফলক উন্মোচন শেষে পুলিশ ক্যাম্প নির্মাণ কমিটির সভাপতি রয়েল এক্সপ্রেসের স্বত্বাধিকারী সালাউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুজ্জামান, দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, দলিয়ারপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আলতাফ হোসেন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, আ.লীগ নেতা সাইফুল ইসলাম, দলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি খাইরুল বাসার রতন, প্রধান শিক্ষক আবুল কাশেম, নূরুল ইসলাম, আব্দুল কুদ্দুস, হাজি শফি উদ্দিন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সেলিম মল্লিক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা এ গ্রামে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প নির্মাণ। এলাকাবাসীর সহযোগিতায় তা আজ বাস্তবায়ন হতে চলেছে। তবে শুধুমাত্র পুলিশ ক্যাম্প স্থাপন করলেই এলাকা সন্ত্রাসমুক্ত হবে না। এলাকা সন্ত্রাসমুক্ত করতে হলে আগে জনগনকে সচেতন করতে হবে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এলাকার কোথাও কোনো ঘটনা ঘটলে আপনারা সাথে সাথে এই ক্যাম্প ইনচার্জকে জানান। থানার ওসিকে জানান। প্রায়োজনে আমাকেও জানাবেন। তাহলেই আর কোনো সন্ত্রাসী মাথাচাড়া দিতে পারবে না। এ জনপদে আমি কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ রাখবো না। অনুষ্ঠানটি পরিচালনা করেন জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন খুশি।