এবার লড়াই করে জয়

স্টাফ রিপোর্টার: প্রথম তিন ম্যাচে সহজেই জেতা বাংলাদেশকে এবার জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করে জিততে হয়েছে। এ ওয়ানডে সিরিজের আগে চলতি বছর প্রতিপক্ষের প্রতিরোধের মুখে বারবার ভেঙে পড়া দলটি এবার আর হার মানেনি। বোলারদের দৃঢ়তায় জিতেই মাঠ ছেড়েছে মাশরাফি-বাহিনী। চতুর্থ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২১ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। ব্যাটিং শুরুটা ভালো না হলেও মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজার দৃঢ়তায় লড়াই করার মতো পুঁজি গড়ে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে মুশফিক ও মাশরাফির সাথে ১৯৯ রান যোগ করেন মাহমুদুল্লাহ। আগের দু ম্যাচে চমৎকার বল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মাশরাফি। এবার অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। তার ঝড়ো ব্যাটিঙে শেষ দিকে দ্রুত রান তুলে বাংলাদেশ। গতকাল শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ।