মেহেরপুরে অবৈধ বালিব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড

 

মেহেরপুর আফিস: সরকারি জমিতে ড্রেজিং দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে রবিউল ইসলাম (৪৫) নামের এক বালিব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আলমপুর চেংমারী খড়ের মাঠ এলাকায় বালি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। আদালত পরিচালনা করেন সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুজ্জামান। রবিউল ইসলাম আলমপুর গ্রামের হেকমত আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, ড্রেজিং দিয়ে বালি উত্তোলনে পরিবেশ বিপর্যয়ের হুমকিতে পড়ে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রবিউলকে আটক করা হয়। বালিমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’র ৪(খ) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দু মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। আদালতের বেধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হন রবিউল। তাই তাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতের আদেশে সন্ধ্যায় তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে সদর থানা পুলিশ।