ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় হট্টগোল

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এক বর্ধিতসভা গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলায় সম্মেলন প্রস্তুত কমিটি নিয়ে নেতাদের মধ্যে হট্টগোল শুরু হয়, ওয়াক আউটের ঘটনা ঘটে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম অপু বর্ধিতসভা থেকে ওয়াক আউট করেন। আর ক্ষোভ প্রকাশ করেন মহেশপুর-কোটচাঁদপুর আসনের এমপি জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নবী নেওয়াজ।

নবী নেওয়াজ বলেন, মহশেপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুজ জুম্মাকে বাদ দিয়ে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক এমপি অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চলকে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক বানানো হয়েছে। এ নেতা ৫ জানুয়ারির নির্বাচনে দলের শৃঙ্খলা ভঙ্গ করে কলস মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করেন। কেন্দ্র আওয়ামী লীগ তাকে বহিষ্কার করে।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম অপু বলেন, বিভিন্ন সময়ে যারা নির্বাচনে আওয়ামী প্রার্থীর বিরোধিতা করেছে, বিভিন্ন দলের সাথে আঁতাত করেছে তাদেরকে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক বানানো হচ্ছে। সদর উপজেলাসহ বিভিন্ন কমিটি প্রসঙ্গে বলেন, শৈলকুপায় ১৪-১৫ বছর কোনো সভাপতি নেই, সেই উপজেলা বাদে বাকি ৫টি উপজেলায় সম্মেলন প্রস্তুত কমিটি করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন পর চলতি বছরের শেষ দিকে গতকাল বুধবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ বর্ধিতসভা করে। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন, এসএম কামাল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।