পুলিশ সোর্স হত্যার দায়ে জেএমবির দু সদস্যের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যমলী পরিবহনের একটি বাসে তল্লাশির সময় টাঙ্গাইলে হামলা

 

স্টাফ রিপোর্টার: পুলিশ সোর্স জয়নাল হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দু সদস্যকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকা দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪’র বিচারক এবিএম নিজামুল হক এ রায় দেন। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- জেএমবি নেতা সাইফুল ইসলাম ও আরেক নেতা আবদুর রহমান ওরফে ফাহাদ আলাল। হত্যা মামলার রায় শোনাতে ওই দু জেএমবি সদস্যকে কারাগার থেকে ট্রাইবুনালে হাজির করা হয়।

২০০৬ সালের ২৯ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টাঙ্গাইল থানাধীন রাবনা বাইবাস ট্রাফিক পোস্টে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যমলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই দু জেএমবি সদস্য পুলিশকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই পুলিশের সোর্স জয়নাল আবেদীন নিহত হন। আর এতে কনস্টেবল সিরাজ মিয়া আহত। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ওই দু জেএমবির ফাঁসির রায় দিয়েছেন ট্রাইবুনাল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাছলিমা ইয়াসমিন দীপা বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। বাদীপক্ষ এ রায়ে ন্যায়বিচার পেয়েছে। এ রায় যেন দ্রুত বাস্তবায়ন হয় তা আমরা সরকারের কাছে জোর দাবি জানাই। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহম্মদ বলেন, এ রায়ে আসামিপক্ষ ন্যায়বিচার পায়নি। ঘটনার সময় আসামিরা নাবালক ছিলেন। রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করবো। আসামিরা সম্পূর্ণভাবে নির্দোষ। তারা এ অপরাধের সাথে কোনোভাবে জড়িত না।

Leave a comment