মাথাভাঙ্গা মনিটর: গত জুনে নিজ মাঠে পরাজিত হওয়ার পর প্রতিশোধের লক্ষ্য নিয়ে আগামীকাল স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে সফরকারী ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল ৩টায় বিশ্বকাপ পূর্ব সাত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা।
ইংল্যান্ড অধিনায়ক এলিস্টার কুকের মন্তব্য অনুযায়ী নিজ মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজ পরাজয়ের প্রতিশোধ হিসেবেই তার দল এ সিরিজকে বিবেচনা করছে। নিজ মাঠে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ পরাজয় এবং ওয়ানডে ম্যাচে বল ডেলিভারির আগেই অফ স্পিনার সাচিত্রা সেনানায়েকে কর্তৃক জস বাটলালের বিতর্কিত রান আউটের পরম মাথা গরম করার পর অধিনায়ক হিসেবে কুকের নেতৃত্বই দারুণ সমালোচনান মুখে পড়ে যায়। শ্রীলংকা পৌঁছেই কুকের মন্তব্য ছিলো, এ সিরিজের পরই একটি বিশ্বকাপ। কিন্তু আমরা এখানে এসেছি ভালো করতে এবং সিরিজ জিততে। আমি মনে করছি শ্রীলঙ্কার ওপর আমাদের প্রতিশোধ নেয়া উচিত।
বিতর্কিতভাবে আউট করার পর অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হওয়া সেনানায়েকে ক্রিকেটের ফেয়ার প্লে স্পিরিটের বিরুদ্ধে হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু শ্রীলঙ্কার ভাষ্য অনুযায়ী প্রথমে বাটলারকে সতর্ক করা হয়েছিল এবং সেনানায়েকের রান আউট নিয়ে প্রশ্ন তোলায় কুকের সমালোচনা করেছিলেন সিনিয়র খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে। যাহোক দেনা-পাওনা নিয়ে বোর্ডের সাথে বিরোধের কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তাদের ভারত সফর বাতিল করার পর তাৎক্ষণিকভাবে আয়োজিত এ মাসে ভারত সফরে ৫-০ তে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফেরা শ্রীলংকাও নিজ মাঠে ভাল করার জন্য উন্মুখ হয়ে আছে।
বিশ্বকাপে একই গ্রুপ ভুক্ত দল দুটি টুর্নামেন্টের প্রথম দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারিই মাঠে নামছে। শ্রীলঙ্কা খেলবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আগামীকাল কলম্বোর ম্যাচ দিয়ে সিরিজ শুরুর আগে দুই দলের ভাবনায়ই রয়েছে বৃষ্টি। দুটি অনুশীলন ম্যাচেই আঘাত হেনেছে বৃস্টি। দ্বিতীয় ম্যাচটি শেষ পর্যন্ত ভেসেই গেছে। যে কারণে সফরকারীদে ম্যাচ অনুশীলনে ঘাটতির অভাব রয়ে গেছে।
বর্ষাকাল বিবেচনায় রেখে শ্রীলঙ্কান কর্মকর্তারা সাত ম্যাচের পাঁচটিতেই রিজার্ভ দিন রেখেছে।
ইংল্যান্ড ব্যাটসম্যান ইয়ান বেল বলেন, এটা অদর্শ প্রস্তুতি নয়, এটা আদর্শ প্রস্তুতি কিভাবে? তিনি আরো বলেন, আমি মনে করছি আমাদের এই পুরো সফরটিই বৃষ্টি সমস্যা সৃষ্টি করবে। দল (সম্ভাব্য): ইংল্যান্ড: এলিস্টার কুক (অধিনায়ক), মঈন আলি, ইয়ান বেল, রবি বোপারা, জস বাটলার, স্টিভেন ফিন, হ্যারি গার্নি, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, ইয়োইন মরগান, জো রুট, বেন স্টোকস, জেমস টেইলর, জেমস ট্রেডওয়েল, ক্রিস ওকস।
শ্রীলঙ্কা: অ্যাঞ্জেলো ম্যাথুজ(অধিনায়ক), তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, জীবন মেন্ডিজ, থিলিনা কান্দম্বি, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, অজন্থা মেন্ডিজ, শামিন্দা এরাঙ্গা, ধাম্মিকা প্রাসাদ, থিসারা পেরেরা,লাহিরু গেমেজ। সূচি: নভেম্বর-২৬: ১ম ওয়ানডে, কলম্বো (দিবা-রাত্রি), নভেম্বর-২৯: ২য় ওয়ানডে, কলম্বো, ডিসেম্বর-৩: ৩য় ওয়ানডে, হাম্বানটোটা (দিবা-রাত্রি), ডিসেম্বর-৭: ৪র্থ ওয়ানডে, কলম্বো, ডিসেম্বর-১০: ৫ম ওয়ানডে,পাল্লেকেলে (দিবা-রাত্রি), ডিসেম্বর-১৩: ৬ষ্ঠ ওয়ানডে, পাল্লেকেলে, ডিসেম্বর-১৬: ৭ম ওয়ানডে, কলম্বো)দিবা-রাত্রি)।