কোপা জিতে স্বর্গের পথ ধরতে চায় ব্রাজিল

মাথাভাঙ্গা মনিটর: দেশের মাটিতে কাটানো বিশ্বকাপের দুঃস্বপ্ন কাটিয়ে ওঠার উপলক্ষ খুঁজছে ব্রাজিল। আগামী বছরে চিলিতে হতে যাওয়া কোপা আমেরিকাতে ব্রাজিল এ থেকে মুক্তি পেতে পারে বলে মনে করেন দেশটির ফুটবল কনফেডারেশনের সভাপতি। গত সোমবার কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে ব্রাজিলের লক্ষ্য নিয়ে কথা বলেন ফুটবল কনফেডারেশনের সভাপতি জোসে মারিয়া মারিন। ব্রাজিলের মানুষকে আনন্দ এনে দেয়া দরকার আমাদের। আমি আগেই বলেছি, বিশ্বকাপের আগে আমরা মাঝামাঝি একটা অবস্থানে ছিলাম। আমরা উপরে স্বর্গে যেতে পারতাম অথবা নিচে নরকে। বিশ্বকাপে কোপা আমেরিকা ব্রাজিলকে ভালো কিছু দেয়নি। তবে সেটা ভুলে কোপা আমেরিকার দিকে তাকিয়ে আছেন মারিয়া মারিন। আমরা নরকে গেছি (বিশ্বকাপে), কিন্তু এরই মধ্যে আমরা এ থেকে বেরিয়ে আসছি। আবার আমরা মাঝামাঝি অবস্থানে আছি। কোপা আমেরিকা জয় আমাদের আবার স্বর্গের পথে নিয়ে যেতে পারে।
আগামী বছরে চিলিতে হতে যাওয়া কোপা আমেরিকায় ‘সি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। এই গ্রুপে পাঁচবারের চ্যাম্পিয়নদের বাকি তিন প্রতিপক্ষ কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলা। বিশ্বকাপে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েই সেমিফাইনালে উঠেছিল ব্রাজিল। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা, উরুগুয়ের সাথে খেলবে প্যারাগুয়ে ও জ্যাম্যাইকা। ‘এ’ গ্রুপে স্বাগতিক চিলির সঙ্গে পড়েছে মেক্সিকো, ইকুয়েডর ও বলিভিয়া। দেশের মাটিতে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারে তারা। দেশের মাটিতে ভুলে যাওয়ার মতো একটা বিশ্বকাপ কাটানোর পর ব্রাজিল ফুটবল কনফেডারেশন লুইস ফেলিপে স্কলারিকে সরিয়ে দ্বিতীয়বারের মতো দুঙ্গার হাতে দলের দায়িত্ব দেয়। দ্বিতীয় মেয়াদটা খুব ভালোভাবেই শুরু করেন কোচ দুঙ্গা। কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা, জাপান, তুরস্ক, অস্ট্রিয়ার বিপক্ষে খেলা ৬টি প্রীতি ম্যাচেই জয় পায় তার দল। এই ৬ ম্যাচে ১৪টি গোল পায় ব্রাজিল। আর নিজেদের জালে মাত্র একবারই বল জড়িয়েছে তাদের।