আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামে ট্রাক্টর ও আলমসাধু দুর্ঘটনায় একজন আহত

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামে ট্রাক্টরের ধাক্কায় আলমসাধু আরহী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের সড়কে আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা আন্দুলবাড়িয়া গ্রামের হামিদুল ট্রাক্টর নিয়ে দ্রুতগতিতে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে ধাক্কা লাগে। আলসাধুটি ছিটকে পড়লে মুন্সিগঞ্জের অঘোরনাথ গ্রামের মৃত হারুনের ছেলে আলমসাধু আরোহী দিনমজুর নুরু গুরতর আহত হন। গ্রামবাসী তাকে উদ্বার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে এবং ট্রাক্টর ড্রাইভার হামিদুলকে ধরে গণধোলাই দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত নুরুর অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছে।