খবর:(চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীদের খাবার চুরি)
সাত জনমে মাছ খাওনি
খাওনি মাছের মুড়ো,
চুরি করো পেঁয়াজ রসুন
লবণ হলুদ গুঁড়ো।
ছাগল গরুর নাম শুনেছো
খাওনি তাদের গোশ,
বলবো কী আর খালা তোমায়
গোড়ায় আছে দোষ।
ডাল সয়াবিন পাউরুটি ডিম
খাচ্ছো উদর ভরে,
স্বামী মেয়ে ছেলের কাছে
দিচ্ছো পাচার করে।
পুরো পেটেই চোরাই মাল
তুমি সে এক জালের জাল।
Ñআহাদ আলী মোল্লা