পানি পথে মালয়েশিয়ায় পৌঁছানোর আগেই চুয়াডাঙ্গা বেগমপুরে ৬ জনের মৃত্যুর গুঞ্জন : পরিবারে শোক

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর হাটপাড়ার ৬ জন পানি পথে মালয়েশিয়ায় যাওয়ার পথে মৃত্যু হয়েছে বলে জোরগুঞ্জন শোনা যাচ্ছে। পরিবারগুলোতে বইছে শোকের মাতম। এখনই দালালের নাম প্রকাশ করতে চাচ্ছেন না পরিবারের লোকজন। এভাবে মানবপাচার কি বন্ধ হবে না এ প্রশ্ন সচেতন মহলের?

জানা গেছে, ঈদুল আজহার দু দিন পর চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর হাটপাড়ার আজিম উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম, মকবুরের ছেলে ছবদুল, শুকুর আলীর ছেলে কালু, ইসমাইলেরে ছেলে শহিদুল ইসলাম, রহিমবক্সের ছেলে ইকরামুল ও জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ছাদ্দাম হোসেন সোনার হরিণ ধরতে পানি পথে মালয়েশিয়ায় পাড়ি জমায়। যাওয়ার এক সপ্তার মাথায় পরিবারের লোকজন টেকনাফ থেকে দালালের ফোন পায় টাকার জন্য। বিভিন্ন সময় বিভিন্ন নম্বরে ফোন আসায় বিভ্রান্তিতে পড়ে পরিবারের লোকজন। পাড়ি জমানো ৬ জনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ফোনে শুধু জানায় তারা আছে জনপ্রতি আড়াই লাখ করে টাকা বিকাশ করতে হবে। এ নিয়ে দালচক্র এবং অবৈধভাবে পানিপথে মালয়েশিয়ায় যাওয়া পরিবারের মধ্যে চতে থাকে মোবাইলফোন চালাচালি। অবশেষে গতপরশু শনিবার জহিরুল ও ছবদুলের পরিবারের কাছে অজ্ঞাত মোবাইলফোনে সংবাদ আসে তারা বেঁচে নেই। বাকি ৪ জনেরও সন্ধান পাওয়া যাচ্ছে না। হয়তো তারাও জীবিত নেই। এমন সংবাদে পরিবারগুলোতে নেমে আসে শোকের মাতম। চলছে কান্নার রোল। তবে জহিরুল ও ছবদুলের পরিবার থেকে নিশ্চিত করেছেন তাদের মৃত্যু হয়েছে। এদিকে সন্তানের লাশ ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছে পিতা-মাতা, স্ত্রী ও পুত্ররা। পরিবারের পক্ষ থেকে দালালদের নাম প্রকাশ করা না হলেও এ দালালচক্রের সক্রিয় সদস্য একজনের বাড়ি ছোটশলুয়া গ্রামে এবং একজন হাটপাড়ার স্থানীয়। এরা দুজনেই একই পথ ধরে মালয়েশিয়ায় গিয়েছে। এরাই পানি পথে মালয়েশিয়ায় গিয়ে সোনার হরিণ ধরার স্বপ্ন দেখিয়েছে।