২০১৫ সালের মধ্যে ইবোলা নির্মূল সম্ভব : বান কি-মুন

মাথাভাঙ্গা মনিটর: দ্রুত ব্যবস্থা নেয়া হলে আগামী বছরের মাঝামাঝির মধ্যেই ইবোলাকে একেবারে নির্মূল করা সম্ভব বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে নতুন করে ইবোলায় আক্রান্ত হওয়ার হার কমে এসেছে। তবে মালির ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। মালিতে ইবোলায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন। এছাড়া আরো প্রায় পাঁচশ জনকে নজরদারিতে রাখা হয়েছে। ওয়াশিংটনে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (ডব্লিউএইচও), ওয়ার্ল্ড ব্যাংক এবং দ্য ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ডের (আইএমএফ) কর্মকর্তাদের সাথে এক বৈঠকে বান কি-মুন বলেন, যদি আমরা ইবোলার বিরুদ্ধে আরো দ্রুত ব্যবস্থা নেয়া অব্যাহত রাখি তবে আমরা এই মহামারীকে রুখতে এবং আগামী বছরের মাঝামাঝির মধ্যে সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হবো। যদিও ইবোলাকে রুখতে এখন পর্যন্ত নেয়া আন্তর্জাতিক পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করেন বান কি-মুন। জোরের সাথে বলেন, ইবোলা আক্রান্ত পশ্চিম আফ্রিকার দেশগুলোতে আরো স্বাস্থ্যকর্মী প্রয়োজন। এর শেষ এখনো অনেক দূর। নতুন করে ইবোলা আক্রান্ত হওয়ার হার অবশ্যই শূন্যে নামিয়ে আনতে হবে। ইবোলা ওই ধরনের রোগ নয় যেটাতে মাত্র কয়েকজন আক্রান্ত হয়েছে এবং এখানে আমরা যথেষ্ট করেছি বলার সুযোগ নেই।

Leave a comment