কেনিয়ায় বাসে জঙ্গি হামলায় ২৮ যাত্রী নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: কেনিয়ায় একটি যাত্রীবাহী বাসে সশস্ত্র জঙ্গি হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে দেশটির রাজধানী নাইরোবি থেকে মানদেরা যাওয়ার পথে সোমালিয়ার সীমান্তের কাছাকাছি এ হামলা চালানো হয়। জঙ্গি সংগঠন আল-শাবাব এ হামলা চালায় বলে জানা যায়। আল-শাবাবের সশস্ত্র জঙ্গিরা প্রথমে বাসটিকে থামিয়ে যারা মুসলিম নয় তাদেরকে আলাদা করে হত্যা করে। এরপর তাদের গুলি করে হত্যা করা হয়েছে। কেনিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আল-শাবাবের জঙ্গিরা বাসের যাত্রীদের আল কোরআন পড় পাঠ করতে বলে। যারা কোরআন পড়তে পারেনি তাদেরকেই হত্যা করে জঙ্গিরা। গতকাল শনিবার ভোরে হামলার পর স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কেনিয়ার মিডিয়ার সংবাদমাধ্যম জানায়, অতিরিক্ত নিরাপত্তার জন্য সরকারের কাছে সাহায্য চাওয়া হলেও সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কেনিয়ার উত্তর-পূ্র্বাঞ্চলের মানদেরা এমনিতেই সংঘাতপ্রবণ এলাকা। এখানে আলশাবাবসহ বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন তৎপর। আল-শাবাবের হামলার ফলে সেখানের নিরাপত্তা আরো হুমকির মুখে পড়লো। গত সেপ্টেম্বরে নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে সশস্ত্র হামলায় ৬৮ জন বেসামরিক মানুষ নিহত হয়। প্রাথমিকভাবে এ হামলার দায়িত্ব কোনো পক্ষ স্বীকার না করলেও পরবর্তীতে এ হামলার দায় স্বীকার করে আল-শাবাব গোষ্ঠী।