মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দৱ্যালি

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজে মাস্টার্স চালু করা হয়েছে। বিষয়গুলো হলো- বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও ইসলামের ইতিহাস। এছাড়া অনার্সে অতিরিক্ত আরো দুটি বিষয় হিসাববিজ্ঞান ও ম্যানেজমেন্ট চালু হয়েছে। এজন্য মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। এ উপলক্ষে কলেজ ছাত্রলীগের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে গতকাল শনিবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে আনন্দৱ্যালি বের করা হয়। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ ও সাধারণ সম্পাদক কুদরুত-ই-খোদা রুবেলের নেতৃত্বে আনন্দৱ্যালিটি সরকারি কলেজ চত্বর প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম আনন্দ, কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক তারিকুল ইসলাম, ইসমাইল হোসেন, সাংগাঠনিক সম্পাদক রাজন আহমেদ, ছাত্রলীগ নেতা মিজান, শাহীন প্রমুখ।

Leave a comment