স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিলের হোটেল এরিনা থেকে সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম দীপঙ্কর দেবনাথ (২৩)। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মতিঝিল থানার এসআই আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দীপঙ্কর সিলেটের বিয়ানীবাজার কলেজের প্রিন্সিপালের ছেলে। তিনি সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী। হোটেল এরিনার ২০২ নম্বর কক্ষের দরজা ভেঙে ফ্যানের সাথে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।