সাউথ-সাউথ পুরস্কার পেলেন শেখ হাসিনা

 

স্টাফ রিপোর্টার: ডিজিটাল ব্যবস্থায় বাংলাদেশকে অগ্রগতির পথে এগিয়ে নেয়ার স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের সাউথ-সাউথ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে এ পুরস্কার গ্রহণ করেছেন তার ছেলে প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট এক্সপো-২০১৪’র পাঁচ দিনব্যাপি সম্মেলনের শেষ দিন গত শুক্রবার তিনি এ পুরস্কার গ্রহণ করেন। ডিজিটাল ব্যবস্থায় বাংলাদেশকে অগ্রগতির পথে এগিয়ে নেয়া এবং শিক্ষার প্রসারে ভূমিকা রাখার জন্য শেখ হাসিনাকে সাউথ-সাউথ কো-অপারেশন ভিশনারি পুরস্কারের জন্য মনোনীত করা হয়। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ইপিং ঝুর হাত থেকে এ পুরস্কার নেন জয়। এ সময় শেখ হাসিনার লিখিত বক্তব্য উপস্থাপন করেন তিনি। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘে হাই লেভেল কমিটি অন সাউথ-সাউথ কো-অপারেশনের প্রেসিডেন্ট ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি একেএ মোমেন। অনুষ্ঠান বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিনও ছিলেন অনুষ্ঠানে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জয় বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে শেখ হাসিনা প্রশাসনের নেতৃত্বে আজ বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এ অ্যাওয়ার্ড তারই স্বীকৃতি।