দামুড়হুদায় বাউবি পরীক্ষায় নকল করার অপরাধে ২৪ পরীক্ষার্থী বহিষ্কার : দু শিক্ষককে অব্যাহতি

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় এএইচএসসি পরীক্ষা চলাকালে নকল করার অপরাধে ২৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে দায়িত্বে অবহেলার অভিযোগে দু শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা সদরের আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় অনুষ্ঠিত এএইচএসসি পরীক্ষার ৬ষ্ঠ দিনে সমাজকল্যাণ ও সমাজ বিজ্ঞান পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় পরীক্ষা কেন্দ্রের ৩য় তলায় ২১ ও ২৫ নং কক্ষে নকল করার অপরাধে ২৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। সেই সাথে দায়িত্বে পালনে অবহেলার অভিযোগে পরীক্ষা কক্ষে দায়িত্বে থাকা দু শিক্ষককে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতির জন্য অধ্যক্ষের কাছে সুপারিশ করেন। কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রের ১৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের ১৯ জন এবং সমাজকল্যাণ বিভাগের ৫ জনসহ ২৪ জন পরীক্ষার্থীকে নকল করার অপরাধে বহিষ্কার করা হয়েছে।

Leave a comment