গাংনী রেজাউল হক গাদি টুর্নামেন্টে হাটবোয়ালিয়া একাদশ চ্যাম্পিয়ন

 

গাংনী প্রতিনিধি: তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় মেহেরপুর গাংনী রেজাউল হক গাদি টুর্নামেন্টে চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শুক্রবার বিকেলে মিষ্টিপাড়া আমবাগানে ফাইনালে গাংনী চাউলপট্টি একাদশকে ১-০ গাদিতে পরাজিত করে। অবশ্য টুর্নামেন্টের অন্যান্য ম্যাচে ধারাবাহিক ভালো খেলে দর্শকদের অভিনন্দন পেয়েছে চাউল পট্টি একাদশ।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা দেখতে ভিড় করে এলাকার বিপুল সংখ্যক গাদিপ্রিয় নারী-পুরুষ। সবগুলো খেলা দক্ষ হাতে পরিচালনা করেন এক সময়ের তুখোড় গাদি খেলোয়াড় আব্দুর রাজ্জাক। আর সাইডলাইনে বসে খেলার শ্রুতি মধুর ধারাবিবরণী দিয়ে দশর্কদের বাড়তি আনন্দ দিয়েছেন গাংনী মহিলা কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু। সুষ্ঠুভাবে খেলা পরিচালনায় সহযোগিতা করেন একঝাঁক তরুণ লাইচম্যান।

ফাইনাল ম্যাচ টানটান উত্তেজনার মধ্যদিয়ে শুরু হয়। প্রতিপক্ষ খেলোয়াড়দের ঝুলের ফাঁদে ফেলে কাঙ্ক্ষিত গাদি আদায়ের চেষ্টা করছিলেন উভয় দলের খেলোয়াড়রা। ঝুল ফাঁকি কিংবা বুদ্ধি খাটিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করার দৃশ্য উপভোগ করে হাত তালি এবং উল্লাস প্রকাশ করে খেলোয়াড়দের উৎসাহ জুগিয়েছেন দর্শক সমর্থকরা। শেষ পর্যন্ত ১-০ গাদির জয় নিয়ে মাঠ ছাড়েন হাটবোয়ালিয়া একাদশের খেলোয়াড়রা।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি হিসেবে একটি করে খাসি ছাগল প্রদান করেন আওয়ামী লীগ নেতা হাজি মহসিন আলী। ট্রফি বুঝে নেন চাউলপট্টি একাদশের ম্যানেজার বাবু মিয়া, হাটবোয়ালিয়া একাদশের জাকির হোসেন ও আজাদ আলী বিশ্বাস। উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ হীল মারুফ পলাশ, খেলা পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান হাসু, সম্পাদক রেজাউল হক, সদস্য বাবু মিয়া, শামীম রেজা ও খাইরুল ইসলামসহ সদস্যবৃন্দ।