আলমডাঙ্গা প্রীতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: দীর্ঘদিন পর গতকালের প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে আলমডাঙ্গার ফুটবল খেলা জগত যেন প্রাণ ফিরে পায়। এ যেন চৈত্রের খাঁ খাঁ মাঠে হঠাৎ বৃষ্টি। গতকাল শুক্রবার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এটিম মাঠে বিকেল ৩টায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট একটি প্রীতি ফুটবল খেলার আয়োজন করেন। খেলায় আলমডাঙ্গা পৌর একাদশ ও চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি অংশগ্রহণ করেন। খেলায় আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহি উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। আলমডাঙ্গা পৌর একাদশ ১-০ গোলে চুয়াডাঙ্গা একাডেমিকে হারিয়ে জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার জিহাদী জুলফিকার টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অস্থায়ী রাজধানীর ফুটবল একাডেমির প্রধান ডাইরেক্টর সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির সম্পাদক কদর জোয়ার্দ্দার, সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মীর গোলাম মোস্তফা মোহর, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, এসআই আনিস, চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির সদস্য হামিদুর রহমান ছন্টু, হাফিজুর রহমান হাপু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের উজ্জ্বল, মুন্না, মৌসুম, তৌহিদ রানা, পিন্টু, হারুন, মনির প্রমুখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার একঘেয়েমি রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। বর্তমানের ছেলেরা নেশার কারণে খেলাধুলা ভুলেই গিয়েছে। যখন খেলার সময় তখন ছেলেরা ফেনসিডিল, ইয়াবা, হেরোইন ও গাঁজা সেবন করে জীবনটা ধংস করে ফেলছে। সেজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।