আজমলের খবর ভালো না……….

মাথাভাঙ্গা মনিটর: অবৈধ বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে ইংল্যান্ড যাওয়া পাকিস্তানি অফস্পিনার সাঈদ আজমলের খবর ভালো না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং আজমল নিজেও প্রত্যাশা করেছিলেন তার বোলিং অ্যাকশন ঠিক হয়ে গেছে। কিন্তু ইংল্যান্ডে অনানুষ্ঠানিক পরীক্ষায় দেখা গেছে তার বোলিং অ্যাকশনে এখনো সমস্যা রয়ে গেছে।

২০১৫ বিশ্বকাপের আগেই বোলিং অ্যাকশন শুধরিয়ে আজমলকে দলে ফেরাতে মরিয়া পিসিবি। তাই বোলিং অ্যাকশন শোধরানোর জন্য আজমলকে অতিরিক্ত সময় ইংল্যান্ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পিসিবির এক কর্মকর্তা বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, সাঈদ আরো এক সপ্তা ইংল্যান্ড থাকবেন এবং বোলিং অ্যাকশন শোধরানোর জন্য সাকলাইন মুশতাকের সঙ্গে কাজ অব্যাহত রাখবেন। গত সেপ্টেম্বরে আইসিসি আজমলের তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে। এরপর এক মাস অ্যাকশন শোধরানোর কাজ করার পর তাকে আনুষ্ঠানিকভাবে অ্যাকশন পরীক্ষার জন্য যুক্তরাজ্যের লোব্রোতে পাঠানো হয়েছে।