স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ১৭ লাখ টাকা ভারতীয় রুপিসহ একজন পাকিস্তানি নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। আটক হওয়া পাকিস্তানি নাগরিকের নাম সেলিম মাহামুদ (৪৫)। গতকাল বৃহস্পতিবার দুপুরে করাচি থেকে ছেড়ে আসা পিকে- ২৬৬ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃত মাহামুদ গ্রিন চ্যানেল সিগনাল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হলে আমরা তার সাথে থাকা টি-টেবিলের নিচ থেকে বিপুল পরিমাণ ভারতীয় রুপি উদ্ধার করি।