মাথাভাঙ্গা মনিটর: এ বছর ৬৩-তে পা দিলেন বলিউডের চিরসবুজ অভিনেত্রী জিনাত আমান। জন্মদিনে নিজের ইচ্ছার কথা জানাতে গিয়ে জিনাত বললেন, তিনি নতুন করে প্রেমে করতে তৈরি। জানালেন, এ বয়সে অবশ্যই ফের বিয়ে করতে চান। বলিউডের পর্দা কাঁপানো প্রথম ডিভা গার্ল বলেন, কতোগুলো বছর আমি আমার দু ছেলে আজান আর জাহানের দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়েছি। এবার আমার বিয়ে করার সময় হয়েছে। ছেলেদের আরো একটু একটু গুছিয়ে নেবো। জিনাত জানান, অনেকদিন পর স্বপ্নের পুরুষকে খুঁজে পেয়েছি। অবশ্য স্বপ্নের পুরুষ সম্পর্কে মিডিয়াকে কিছুই জানাননি তিনি। উল্লেখ্য, ৯৮ সালে জিনাত আমানের স্বামী মাজহার খান মারা যান। এরপর থেকে মিডিয়ার সামনে ব্যক্তি জীবন নিয়ে মুখ খোলেননি জিনাত। সে সময় ঘোষণা দিয়েছিলেন জীবনে আর কোনোদিন বিয়ে করবেন না। তারপরেও জীবনের শেষ বেলায় এমন একজনকে তিনি পেয়েছেন যাকে নিয়ে বাকি জীবন এক সাথে কাটাতে চান।