জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার শীর্ষ চাঁদাবাজ সরোয়ার রহমান ওরফে সারথকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ তার গ্রামের বাড়ি মারুফদাহে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের একতারপুর মোড়ে গত সোমবার সংঘটিত গণডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, সারথের নেতৃত্বে একটি চাঁদাবাজচক্র বৃহত্তর বাঁকা ইউনিয়নে দলীয় পরিচয়ে ব্যাপক হারে চাঁদাবাজি শুরু করে। বিশেষ করে মারুফদাহ, রায়পুর, বাড়ান্দী, বালিহুদা, চাকলা ও আন্দুলবাড়িয়া চাঁদাবাজচক্রের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়ে এ ইউনিয়নবাসী। এ অবস্থার মধ্যে গত সোমবার রাতে আন্দুলবাড়িয়া-সন্তোষপুর সড়কে গণডাকাতি সংহঠিত হয়। অভিযোগের ভিত্তিতে থানার এএসআই আশরাফ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে সারথকে গ্রেফতার করেন। গতকাল বুধবার তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।