মেহেরপুরে বরের পিতার অর্থদণ্ড!

 

মেহেরপুর অফিস: বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে বরের পিতার কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান। দণ্ডপ্রাপ্ত তছির উদ্দীন শ্যামপুর গ্রামের মৃত হামেজ উদ্দীনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শ্যামপুর গ্রামের তছির উদ্দীনের ছেলে ব্যবসায়ী মহিদুল ইসলামের সাথে একই গ্রামের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মিতা খাতুনের বিয়ে ঠিক হয়। বিকেলে বর ও বরযাত্রীরা কনের বাড়িতে হাজির হন। বিয়ে পড়ানোর ঠিক আগ মুর্হূতে ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বর ও তার পিতাকে আটক করেন। বাল্যবিয়ে নিরোধ আইনে তাদের দোষী সাব্যস্ত করে বরের পিতা তছির উদ্দীনের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।