পেলের ছেলের ৩৩ বছরের কারাদণ্ড উচ্চ আদালতেও বহাল

 

মাথাভাঙ্গা মনিটর: অবশেষে জেলের ঘানিই টানতে হচ্ছে কিংবদন্তি ফুটবলার পেলের ছেলে এদিনহোকে। শাস্তি মওকুফের জন্য উচ্চতর আদালতে করা আপিলও খারিজ হয়ে গেছে। চলতি বছরের গোড়ায় আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন এদসন চোলবি দো নাসিমেন্তো বা এদিনহো।

পরে তদন্তে নেমে তার সঙ্গে মাদক চোরাচালানকারীদের যোগসূত্র খুঁজে পায় পুলিশ। নির্দিষ্ট সময়ে এদিনহোর বিরুদ্ধে চার্জশিটও দেয়া হয়। বিচারে ৩৩ বছরের সশ্রম কারাদণ্ড হয় তার। এর বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করেন তিনি। যতদিন এ আপিল মামলা চলছিলো, ততোদিন তিনি জামিনে মুক্ত ছিলেন। কিন্তু আদালত আর্জি খারিজ করে দেয়। বিচারক সুজানা পেরেইরা বলেছেন, সুপ্রিমকোর্টে আপিল করতেই পারেন আসামি। কিন্তু যতোদিন না সেই মামলার চূড়ান্ত ফয়সালা হচ্ছে, ততোদিন এদিনহোকে জেলেই থাকতে হবে। ৪৪ বছরের এদিনহো ব্রাজিলের একজন নামি ফুটবলারও বটে। কিন্তু মাদক চোরাচালানে নাম জড়িয়ে যাওয়ায় এখন আর আগের মতো জনপ্রিয়তা নেই তার।