ঢাকার মুন্সিগঞ্জে বন্দুকযুদ্ধে পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ

 

স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জ শহরের গনকপাড়া এলাকায় সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে জিয়া (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসী কানা সুমন (৩৩) ও জুয়েলকে (৩০) গ্রেফতার করেছে। গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল জিয়াকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার এসআই জুলমত হোসেন জানান, সদর থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী কানা সুমনকে গ্রেফতার করতে গনকপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসী কানা সুমন ও তার বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধে পুলিশ কনস্টেবল জিয়া বাম হাতে গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল জিয়াকে উদ্ধার করে। এ সময় কানা সুমন ও জুয়েলকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসীদের সহযোগীরা পালিয়ে যায়। ঘটনার পর পুলিশের একাধিক টিম গনকপাড়া এলাকায় অভিযান চালায়।

Leave a comment