সোনা চোরাচালান : বিমানের ডিজিএমসহ ৫ জন রিমান্ডে

 

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন সময়ে সোনা চোরাচালানের অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাদেশ বিমানের ডিজিএমসহ পাঁচজনকে চার দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকা সিএমএম আদালতের বিচারক মোহম্মদ এরফান উল্লাহ রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। গ্রেফতারকৃতরা হলেন- বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এমদাদ হোসেন, বিমানের চিফ ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শহীদ, ম্যানেজর  (সিডিউল) তোফাজ্জেল হোসেন, বাংলাদেশ বিমানের ঠিকাদার মাহমুদুল হাসান পলাশ ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হারুনুর রশিদ। এর আগে আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাতে আসামিদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার অতিরিক্ত উপকশিমনার সাইদুর রহমান জানান, বিভিন্ন সময়ে হযরত শাহজালাল বিমানবন্দরে সোনা চোরাচালানের সাথে জড়িত সোনার বাহকদের গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় যে, এই সিন্ডিকেটটি বিমানে সোনা কীভাবে আসে, কার মাধ্যমে হস্তান্তর হয় এবং কখন সোনা হস্তান্তর করা হবে এ বিষয়গুলো নিয়ন্ত্রণ করতেন।