টিপ্পনী

খবর:(জীবননগরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাই : কসাই ও গরুমালিকের জেল-জরিমানা)

 

মানুষ মরে মরুকগে ছাই

চাই আমাদের টাকা,

থাক না তাতে মরণ টরণ

বিষের বড়ি মাখা।

 

মাংস বেচে টাকা কামাই

মরা ধরাও কাটি,

বললে কিছু খবর আছে

দিই গালে চড়-চাটি।

 

রোগা গরুর গোশতো কেটে

বেচি বাজার হাটে,

মাঝে মাঝে মরাও বেচি

দিনতো ভালোই কাটে।

 

 

-আহাদ আলী মোল্লা