স্টাফ রিপোর্টা: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সহিত্য পরিষদ চত্বর থেকে মিছিল বের করতে গেলে পুলিশ সামনে বাধা হয়ে দাঁড়ায়। ধাক্কাধাক্কি চলে কিছুক্ষণ। এক পর্যায়ে বিক্ষোভ মিছিলকারীরা সেখনেই বিক্ষোভ প্রদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। অপরদিকে ঝিনাইদহেও ছাত্রদলের বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। মেহেরপুরে মিছিলের খবর পাওয়া যায়নি। গতপরশু চুয়াডাঙ্গা জেলা যুবদলের দু পক্ষ মিছিল বের করলে দুটি মিছিলই পুলিশি বাধার মুখে পণ্ড হয়।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুর রহমান মোমিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মানহানি ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং সকল মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা পুরাতন সাহিত্য পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশের সাথে নেতাকর্মীদের তুমুল বাগবিতণ্ড ও ধস্তাধস্তি শুরু হয়। পরে নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ মালিক সুজন, মোমিনুর রহমান মোমিন প্রমুখ। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান খানের উপস্থপনায় সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রদলের সদস্য মিলন আলী লিমন, হুমায়ূন কবির আকাশ, আমান উল্লাহ বাবুল, আশিপুল হক, জাহাঙ্গীর আলম লিপন, আমান উল্লাহ আমান, ফিরোজ হাসান মন্টু, ছাত্রদল নেতা নাসিমুজ্জামান সোহাগ, মাসুদুল হক, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের মাফজুর রহমান মিল্টন, আরিফুল ইসলাম, মাহফুজুর রহমান জনি, জীবননগর উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও সরোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু, জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারেক রহমান কোনো ব্যক্তি নয় একটি আদর্শিক প্রতিষ্ঠানের নাম। বাংলাদেশি জাতীয়তাবাদী এ অগ্রণী সৈনিক আজ গোটা জাতির দিশারী। কালের গর্ভে জন্ম নেয়া এ সিংহ-পুরুষ তারেক রহমানকে কোনোভাবেই দমাতে না পেরে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। অবৈধ বাকশালী সরকারের সহস্র বাধার পাহাড় ভেঙে একদিন আলোর মশাল আমরা জ্বালাবোই ইনশাল্লাহ। আর সেই লড়াইয়ে মূর্খ্য ভূমিকা রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও সমন জারির প্রতিবাদে ঝিনাইদহে জেলা ছাত্রদলের মিছিলে পুলিশ বাঁধা দিয়েছে। দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা ছাত্রদলের আয়োজনে গতকাল বুধবার বিকেল ৪টায় কেপিবসু সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি কেপিবসু সড়ক থেকে শহরের পাঁয়রা চত্বরের দিকে যেতে চাইলে পোস্টঅফিসের সামনে পুলিশ মিছিলটিকে বাঁধা দেয়। বাঁধা পেয়ে ছাত্রদলের মিছিলটি ফিরে যেয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল বাশার বাঁশির সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মসিউর রহমান। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মালেক, আশরাফুল ইসলাম পিন্টু, জিয়াউল ইসলাম ফিরোজ, মীর ফজলে এলাহী শিমুল, মোস্তাক আহমেদ, সোহেল, মাসুম, মিলন, মিরাজ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান জনবিচ্ছিন্ন তাবেদার সরকার যতোই চেষ্টা করুক তারেক রহমানের জনপ্রিয়তা নষ্ট করতে পারবে না।