স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের হাতে বাবা খুন হয়েছে। উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ছেলে বাদশা তার বাবা নুরুল ইসলাম মুন্সিকে (৭০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত সোমবার সন্ধ্যায় বাদশা তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশী ও বাড়ির লোকজন আশঙ্কাজনক অবস্থায় নুরুল ইসলাম মুন্সিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গতকাল বুধবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ঘাতক ছেলে বাদশা গ্রেফতার এড়াতে গা-ঢাকা দিয়েছে।
মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে ছেলের হাতে বাবা খুন হয়েছে। নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি বা কেউ গ্রেফতার হয়নি।