মেহেরপুরের গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

 

গাংনী প্রতিনিধি: মোবাইলফোন চার্জ দিতে গিয়ে ঘটেছে বিপত্তি। অসাবধনতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে আলতাফুন নেছা (৩৫) নামের তিন সন্তানের জননীর মর্মান্তিক মুত্য হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর গাংনী উপজেলার সাবেনগর গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ আলতাফুন নেছা ওই গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের স্ত্রী।

জানা গেছে, গতকাল সকালে নিজ বাড়ির শয়নকক্ষে একটি মাল্টিপ্লাগে মোবাইল চার্জার লাগাতে গিয়ে আলতাফুন নেছা বিদ্যুতস্পৃষ্ট হন। এ সময় বাড়ির লোকজন অন্য কাজে ব্যস্ত ছিলেন। পরে ঘরে গিয়ে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পান। তার অকাল মৃত্যুতে তিন মেয়েসহ পরিবারের লোকজানের মাঝে শোকের ছায়া নেমে আসে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত হয়নি। পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।