রক্ষণশীলতা ভাঙছে-বিশপ পদে এবার নারী!

 

মাথাভাঙ্গা মনিটর: রক্ষণশীলতা ভেঙে লিঙ্গ সাম্যের দিকে এক কদম এগোল খ্রিশ্চান সমাজ। পরিবর্তনের ধাক্কায় ভেঙে পড়ল যুব যুগ করে চলে আসা পুরুষ আধিপত্য। সবকিছু ঠিকঠাক থাকলে এক বছরের মধ্যে বিশপ হিসাবে দেখা যাবে কোনো মহিলাকে। গত সোমবার এ ঐতিহাসিক আইন গৃহীত হয়েছে চার্চ অব লন্ডনে। জেনারেল সিনোডে ধ্বনি ভোটে প্রস্তাবটি পাশ হয়। প্রসঙ্গত, এর আগেও একবার এই প্রস্তাব উত্থাপিত হয়েছিলো চার্চ অব লন্ডনের সর্বোচ্চ আইন প্রণয়ন শাখা জেনারেল সিনোডে। কিন্তু ছ’ভোটের ব্যবধানে প্রস্তাবটি খারিজ হয়ে গিয়েছিলো। ১৯৯৪ সালে যাজক হিসাবে প্রথমবার মহিলাকে মনোনীত করা হয়েছিলো। কিন্তু আজ পর্যন্ত চার্চের শীর্ষ পদে কোনো মহিলাকে দেখা যায়নি। আইন বদলের ফলে খুব শিগগিরই সেই ভূমিকায় দেখা যাবে নারী শক্তিকে। এ পদক্ষেপ চার্চে নয়া পথ সৃষ্টি করবে বলে অভিমত ক্যান্টাবেরির আর্চবিশপ। যদিও, মহিলাদের বিশপ পদে নির্বাচনের অধিকার দেওয়ার বিরোধিতা এসেছে চার্চ অব লন্ডনের বিভিন্ন অংশ থেকে। এংলিকান শাখা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।