সাফ প্রমিলা ফুটবলে মালদ্বীপকে হারালো বাংলাদেশ

মাথাভাঙ্গা মনিটর: তৃতীয় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে মালদ্বীপকে ৩-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের নারীরা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। গতকাল সোমবার ইসলামাবাদের জিন্নাহ স্টেডিয়ামে খেলার শুরু থেকেই প্রভাব বিস্তার করে থাকতে বাংলাদেশ। ফলাফলও পেতেও দেরি হয়নি তাদের। ১৮তম মিনিটে মাইনু মারমার গোলে এগিয়ে যায় তারা (১-০)। প্রথমার্ধ শেষ হওয়ার দশ মিনিট আগে বাংলাদেশের ফরোয়ার্ড সাবিনার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দল।

দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে বারবার আক্রমণ চালায় মালদ্বীপের লাল জার্সিধারী খেলোয়াড়রা। তবে বাংলাদেশের রক্ষণ দেয়াল তাদের আটকে রাখে ৮৩ মিনিট পর্যন্ত। পরের মিনিটেই আয়সাথ সামার গোলে ব্যবধান ২-১ করে খেলায় ফিরে আসার আভাষ দেয় মালদ্বীপ। তবে শেষ বাঁশি বাজার চার মিনিট আগে সাবিনা খাতুনের ব্যাক্তিগত দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় সুকিতাতে নিরোর শিষ্যদের (৩-১)। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে হারে তারা। এরপর তৃতীয় ম্যাচেই আবারো ঘুরে দাঁড়ালো সুকিতাতে নরিয়ার শিষ্যরা।