খবর:(বিজিবি দেখে ফেনসিডিল ফেলে পালিয়ে গেলো জীবননগরের হরিহরনগরের মশিউর)
দাঁড়ারে তুই যাসনে বাপু
হাতে আমার লাঠি,
সামনে পেলে কষে কষে
দেবো ছ খান চাটি।
সামনে আসার নেই তো মুরোদ
ফটকা ঘুরিস খালি,
সামনে এসে তাকাস যদি
ছেটাবো চোখে বালি।
নেশার কাজি তুমি নাকি
আয় বাছা আয় কাছে,
তোর সাথে না মাতাল মাথাল
গল্প অনেক আছে।
-আহাদ আলী মোল্লা