গাংনীর পিএসকেএস’র সাথে সেভ দ্য চিলড্রেনের শিশুদের জন্য প্রকল্প বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির (পিএসকেএস) সাথে সেভ দ্য চিলড্রেনের ইন্ট্রিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (শিশুদের জন্য) বাস্তবায়নে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পিএসকেএস’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থার নির্বাহী পরিচালক মুহ. মোশাররফ হোসেন এবং সেভ দ্য চিলড্রেনের পক্ষে ডাইরেক্টর (এডুকেশন) এলিজাবেথ পার্সি। ডাইরেক্টর (এডুকেশন)। গতকাল মঙ্গলবার সেভ দ্য চিলড্রেনের ঢাকা অফিসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন প্রোগ্রাম ডাইরেক্ট ডা. শাহানা নাজনীন ও সাইফুল ইসলাম, ম্যানেজার সাব গ্রান্টস, সিনিয়র ম্যানেজার ডা. কাজী আসাদুর রহমানসহ সেভ দ্য চিলড্রেনের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ ও পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ রফিকুর রহমান। চুক্তি অনুযায়ী আগামী ১ জানুয়ারি ২০১৫ সাল থেকে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি মেহেরপুর জেলার গাংনী ও মুজিবনগর উপজেলায় ওই প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। প্রকল্পের মূল কর্মকাণ্ডের মধ্যে আছে সংশ্লিষ্ট উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির মানোন্নয়ন।