ইবিতে ভর্তি পরীক্ষায় সকল ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার নিষিদ্ধ

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আসন্ন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় সকল ধরনের ইলেকট্রিক ডিভাইস নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিকেলে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। আগামী ২৩ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

জনসংযোগ অফিসের শাখা কর্মকর্তা মো. রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল, হেডফোনসহ সকল প্রকার ইলেকট্রনিক্স যন্ত্র বহন ও ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে (প্রতি পরীক্ষায়) ডাউনলোডকৃত দু কপি প্রবেশপত্র (ফটোকপি), সদ্য তোলা দু কপি পাসপোর্ট সাইজের ছবি ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রের মূলকপি (ফেরতযোগ্য) অবশ্যই সাথে আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) এ আসন বিন্যাসসহ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে আগামী ২৭ নভেম্বর।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, ভর্তি পরীক্ষায় যাতে শিক্ষার্থীরা অসুদপায় অবলম্বনের সুযোগ না পায় সেজন্য পরীক্ষার হলে সকল ধরনের ইলেকট্রিক ডিভাইস ব্যবস্থার সম্পূর্ণ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রসঙ্গত, এবার অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৪৬৫টি আসনের বিপরীতে ৮৭ হাজার ৩১৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে (আসন প্রতি ৬০ জন)। ৫টি অনুষদের ২২টি বিভাগের ভর্তি পরীক্ষা ৮টি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে।

Leave a comment