নাজমা আরা বেগম মমতার আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী

 

স্টাফ রিপোর্টার: নাজমা আরা বেগম মমতার আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী। দৈনিক মাথাভাঙ্গা প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা নাজমা আরা বেগম মমতার মৃত্যুর বছর না ঘুরতেই ইন্তেকাল করেন তার স্বামী দৈনিক মাথাভাঙ্গার প্রতিষ্ঠাকালীন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম পিনু।

নাজমা আরা বেগম মমতার মৃত্যুবার্ষিকীতে দৈনিক মাথাভাঙ্গার প্রতিষ্ঠাতা তথা প্রকাশক ও সম্পাদক সরদার আল আমিনসহ মাথাভাঙ্গা পরিবারের সদস্যরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন। এক বিবৃতিতে বলেছেন, চুয়াডাঙ্গা রেলপাড়ার বাসিন্দা ছিলেন নাজমা আরা মমতা। খেটে খাওয়া মানুষের নেতা ছিলেন তার স্বামী পিনু। নিরাভরণ মমতা চেনা-অচেনা সকলকেই চোখের পলকে আপন করে কাছে টানতেন। মায়ার জালে জড়াতেন। তিনি ২০১১ সালের ১৯ নভেম্বর আজকের এই দিনে মারা যান। তার মৃত্যুর বছর পূর্ণ হওয়ার আগেই ২০১২ সালের ৯ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সাইফুল ইসলাম পিনু। জীবনের শেষ দিনটি পর্যন্ত তিনি দৈনিক মাথাভাঙ্গার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাইফুল ইসলাম পিনু ও নাজমা আরা বেগম মমতা রেখে গেছেন একমাত্র সন্তান পিয়া। পিয়া বর্তমানে অনার্স অধ্যায়নরত। তিনি তার মাতা-পিতার বিদেহী আত্মার মাগফেরাত কমানা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।