লিজন সভাপতি ও জুয়েল সম্পাদক নির্বাচিত
মেহেরপুর অফিস: বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার এক বছরের জন্য নতুন কমিটি (আংশিক) ঘোষণা দেয়া হয়েছে। কমিটিতে বারিকুল ইসলাম লিজনকে সভাপতি ও মো. জুয়েল রানাকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ওই ঘোষণা দেন। প্রতিকূল অবস্থার কারণে মেহেরপুরে সম্মেলন শেষে গত রোববার রাতে ঝিনাইদহ পৌঁছে কেন্দ্রীয় নেতারা গুরুত্বপূর্ণ ৫ পদে তাদের নাম ঘোষণা দেন। কমিটির বাকি ৩ জন হলেন- সহসভাপতি পদে একে আজাদ সাগর ও মো. রাজিবুর রহমান পিন্টু এবং সাংগাঠনিক সম্পাদক পদে তৌহিদুল ইসলাম তৌহিদ।
এদিকে নতুন কমিটি হওয়ায় শহর ছাত্রলীগের উদ্যোগে শহরে একটি মোটরসাইকেল শোভযাত্রা বের করা হয়। গতকাল সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানা ও শহর ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান পোলেনের নেতৃত্বে শহরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। পরে মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলের কার্যালয়ে পৌঁছুলে নাবাগত সভাপতি বারিকুল ইসলাম লিজন ও সাধারণ সম্পাদক জুয়েল রানাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহমেদ রুপক সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জেলা ছাত্রলীগের নবাগত সভাপতি বারিকুল ইসলাম লিজন ও সাধারণ সম্পাদক জুয়েল রানাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সময় সেখানে ছাত্রলীগের নেতাকর্মী ও ইউপি সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।